এমভয়েস ডেক্সঃ চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ৮দিন চিকিৎসাধীন থাকার পর হাসপাতাল ছাড়লেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চসিক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। করোনা আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় তিনি হাসপাতাল ত্যাগ করেন।এর আগে গত ৩ নভেম্বর আ জ ম নাছির উদ্দীন জ্বরসহ বিভিন্ন উপসর্গ নিয়ে পার্কভিউ হাসপাতালে ভর্তি হন। পরে পরীক্ষা করা হলে করোনা পজেটিভ শনাক্ত হয়।
পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম মো. রেজাউল করিম বলেন, তিনি সুস্থ আছেন। তাই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। দ্বিতীয়বার করোনা টেস্ট করা হয়েছে। রিপোর্ট পেলে বুঝা যাবে তিনি করোনামুক্ত হয়েছেন কিনা।
এমএমএইচ/৯
১১ নভেম্বর ২০২০ ইং