এমভয়েস ডেক্সঃ করোনা ভাইরাস সংক্রমনের দ্বিতীয় পর্যায়ে নগরীর জনসাধারণের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম।
বুধবার ১১ নভেম্বর সকাল ১১টার দিকে নগরীর খুলশী থানাধীন কনকর্ড খুলশী টাউন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ বিতরণ কার্যক্রম শুরু করেন।
সিএমপি ও কমিউনিটি পুলিশিং কমিটি, চট্টগ্রাম মহানগরের যৌথ উদ্যোগে আয়োজিত এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) এস এম মোস্তাক আহমেদ খান বিপিএম, পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (উত্তর বিভাগ) বিজয় বসাক, বিপিএম, পিপিএম(বার), কমিউনিটি পুলিশিং কমিটি, চট্টগ্রাম মহানগর, সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপন সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
গতবারের ন্যায় করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় পর্যায়েও নগরীর প্রতিটি থানার মাধ্যমে জনসাধারণের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সচেতনতা মূলক লিফলেট বিতরণের কার্যক্রম পরিচালিত হবে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে জনগণের সুরক্ষায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এই উদ্যোগ গ্রহণ করেছে।
এমএমএইচ/৭
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০ ইং