এমভয়েস: পবিত্র আশুরা উপলক্ষে ওয়াজ ও মিলাদ-মাহফিলের আয়োজন করতে যাচ্ছে আলিফ একতা কল্যাণ সমিতি।
আগামী শুক্রবার (২৭ আগস্ট) বাদ এশা নগরির মোমিন রোড ঝাউতলা বায়তুল ফালাহ জামে মসজিদে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করবেন এনায়েত বাজার শাহী জামে মসজিদের খতিব ও পেশ ইমাম বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আলহাজ্ব হযরত মাওলানা মীর মোহাম্মদ রাশেদুল আলম।
আর বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বায়তুল ফালাহ জামে মসজিদের খতিব ও পেশ ইমাম হযরত মাওলানা আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
উক্ত মাহফিলে সকল দ্বীনি ভাইদের প্রতি মাহফিলে উপস্থিত হওয়ার জন্য আলিফ একতা কল্যাণ সমিতি পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি