এমভয়েস ডেস্ক: চট্টগ্রাম মেডিকেল কলেজের মেইন গেটের সামনে নালার অংশের উপরিভাগে বসানো হয়েছে লোহার জালি। তবে লোহার প্রতিরক্ষা জালির অর্ধেকাংই নেই। যার ফলে এখানে অসাবধান বশত: যেকোনো সময় যে কেহ পড়ে গিয়ে আহত হতে পারেন। ঠিক আজ দুপুরে হাসপাতালে আসা একজন মহিলার পা ঢুকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। শুধু মেডিকেল কলেজেই নয় চট্টগ্রাম শহরের বিভিন্ন ফুটপাতের উপহার নালার উপর দেওয়া নিরাপত্তা স্ল্যাবের ভঙ্গুর দশা। যেন কর্তৃপক্ষ দেখেও দেখেনা।
১.
২.
৩.
ছবিগুলো আজ দুপুরে চমেক হাসপাতালে সামনের গেইট থেকে তুলেছেন আলোকচিত্রী এসএম রেজাউল করিম।