এমভয়েস ডেস্ক ঢাকা: ১১ আগস্টের পর করোনা ভ্যাকসিন ছাড়া কেউ মুভমেন্ট করলে শাস্তির মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হোসেন।
আজ মঙ্গলবার (৩ আগস্ট) করোনা পরিস্থিতি পর্যালোচনা নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের নীতিনির্ধারী সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান।
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি জানান, সবাইকে
অবশ্যই করোনা ভ্যাকসিন নিতে হবে। করোনা ভ্যাকসিন ছাড়া কেউ মুভমেন্ট করলে শাস্তির মুখোমুখি হতে হবে।
এখন ওয়েবসাইটে ভ্যাকসিনের তথ্য আছে, কেউ মিথ্যা তথ্য দিতে পারবে না।
এব্যাপারে আইন না করলেও অধ্যাদেশ জারি করে হলেও শাস্তি দেওয়ার ক্ষমতা দেওয়া হবে।
টিএএস/এএএম/এমএমএইচ/২