এমভয়েস ডেস্কভ: চলমান লকডাউনে হতদরিদ্র মানুষের দিন কষ্টে অতিবাহিত হচ্ছে। পরিবার-পরিজন নিয়ে মানবেতর দিন যাপন করছেন তারা। এছাড়া ভাসমান মানুষদের কষ্ট আরো চরমে।
এসব অসহায় মানুষদের একবেলা দুমুঠো খাবার তুলে দিতে সবসময় এগিয়ে এসেছেন পুলিশ।
আজ সোমবার ডবলমুরিং থানা পুলিশের উদ্যোগে থানা এলাকার ঈদগা, ঝরনা পাড়া, ডেবার পাড়ে অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন।
ছবিগুলো আজ দুপুর দুইটায় ঈদগা এলাকা থেকে তুলেছেন আলোকচিত্রী এসএম রেজাউল করিম।