এমভয়েস ডেস্ক: চট্টগ্রাম নগরীতে অগ্নিকাণ্ডে একটি চায়ের দোকান ভস্মিভূত হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
শুক্রবার (৩০ জুলাই) ভোরে পতেঙ্গা থানাধীন
নাজিরপাড়া এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে
এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
টিএএস/এএএম/এমএমএইচ/৩