এমভয়েস, কক্সবাজার: মহেশখালীতে এমন প্রতাপশালী কিংবা দাম্ভিক ব্যক্তি কে হতে পারে? যিনি সরকারী ফরেস্ট ডিপার্টমেন্ট এবং প্রশাসনের নাকের ডগায় প্রশাসনকে ফাঁকি দিয়ে পাহাড়ের বড়বড় মাদার ট্রি গর্জন সহ মূল্যবান গাছ কেটে ট্রলার নির্মাণ করতে পারে! ও-ই ট্রলারে কি আদৌও মাছ শিকারে জন্য পাঠানো হবে? না অন্য উদ্দেশ্য! এমন প্রশ্ন এখন কক্সবাজারের প্রতিটি সচেতন মানুষের।
অনেকে বলেন, নাম প্রকাশ না করার শর্তে, এমন ট্রলার তৈরী করে বড় অশ্ব শক্তি মিশিং বসিয়ে গভীর সাগর অবস্থান করে মায়ানমার হতে ইয়াবা ও অস্ত্র চালান খালাস করে দেশে বিভিন্ন পয়েন্টে সরবরাহ করার জন্য ও-ই ট্রলার নির্মাণ! প্রশাসনের নজর দারী বাড়ানোর প্রয়োজন বলে মনে করেন স্থানীয় সচেতন জনতা।
এলাকাবাসী জানান মহেশখালী পৌরসভার বড় রাখাইন পাড়া পুকুর পাড়ে এমন ট্রলার তৈরি করছেন কতিপয় ব্যক্তিগন।
সূত্রে প্রকাশ ও-ই রকম আরো তিনটি ট্রলার তৈরী করে প্রস্তুতি নিছে সুবিধা মতো ট্রিপ মারার জন্য।
টিএএস/এএএম/এমএমএইচ/৮