1. editor@mvoice24.com : Mahram Hossain : Mahram Hossain
  2. admin@mvoice24.com : admin :
ভূজপুর রাবারড্যামে বেড়াতে গিয়ে পানিতে পড়ে কলেজ শিক্ষার্থী নিহত - MVOICE 24
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫১ অপরাহ্ন

ভূজপুর রাবারড্যামে বেড়াতে গিয়ে পানিতে পড়ে কলেজ শিক্ষার্থী নিহত

ডেক্স নিউজ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ২০২ বার পড়া হয়েছে

এমভয়েস ডেস্ক: চট্টগ্রাম ফটিকছড়ির ভূজপুর রাবারড্যামে বেড়াতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে ইব্রাহিম নামে এক শিক্ষার্থী মারা গেছে। সে চট্টগ্রাম ওমরগণি এমইএস কলেজ ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিল।

আজ শুক্রবার সকালে ফটিকছড়ির ভূজপুর রাবার ড্যামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ইব্রাহিম সাঁতার জানত না।

সে চট্টগ্রাম নগরির রাবেয়া রহমান লেনের বাসিন্দা। ও মা বাবার একমাত্র ছেলে

আজ রাত এগারোটায় ইব্রাহিমের নামাজের জানাজা অনুষ্ঠিত হওয়ার পর তাকে দাফন করার হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়।

এদিকে তার অকাল মৃত্যুতে পাড়ার শিশু থেকে বয়স্ক সবার মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকার লোকজন অশ্রুসিক্ত নয়নে বলেন তার মত নম্র, ভদ্র আর ভাল ছেলেটি আর নেই।

ইব্রাহিমের মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

টিএএস/এএএম/এমএমএইচ/৫

শেয়ার করুন

এই সম্পর্কিত আরো ......
Design Customized By Our Team