এমভয়েস ডেস্ক: চট্টগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটছে। নিহত শিশুরা হলো মুহাম্মদ ও আহমেদ।
বুধবার (২১ জুলাই) দুপুর ২টার সময় ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার পূর্ব সুয়াবিল ভাঙ্গাদিঘীরপাড় রফিক সিকদার বাড়ির ইউসুফের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায় নিহত শিশুদ্বয়ের পিতা মো. তাহের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পূর্ব সুয়াবিল কার্পাস পাড়া থেকে শশুরবাড়ি বেড়াতে এসেছিলেন। কোরবানীর কার্যক্রম শেষে সবকিছু গোজগাজ করে বাড়িতে ফেরার জন্য প্রস্তুতি নিয়ে ছেলেদের খোঁজাখুঁজি করছিলেন। পরে বাড়ির পাশ্বস্থ ডোবায় বাচ্চাদের লাশ ভেসে উঠতে দেখে দ্রুত বাচ্চাদের লাশ পুকুর থেকে তুলেন।
ঈদের দিন অবুঝ এই দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।
ছেলে দুটোর নানা ইউসুফ পেশায় একদন সিএনজি চালক।
টিএএস/এএএম/এমএমএইচ/৫