1. editor@mvoice24.com : Mahram Hossain : Mahram Hossain
  2. admin@mvoice24.com : admin :
আইনের শাসন ছাড়া কোনো দেশ এগিয়ে যেতে পারে না- বিচারপতি আবু বকর সিদ্দিকী - MVOICE 24
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৮ পূর্বাহ্ন

আইনের শাসন ছাড়া কোনো দেশ এগিয়ে যেতে পারে না- বিচারপতি আবু বকর সিদ্দিকী

ডেক্স নিউজ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ২৫২ বার পড়া হয়েছে

এমভয়েস ডেস্ক,ঢাকা: বিচারপতি আবু বকর সিদ্দিকী বলেছেন, আইনের শাসন ছাড়া কোনো দেশ এগিয়ে যেতে পারে না। বাংলাদেশের উন্নয়নের যে অগ্রযাত্রা চলছে তার সফল অংশীদার হবে এই বিচার বিভাগ।

অ্যাটর্নি জেনারেল অফিস ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

আগামী ২৮ জুলাই অবসরে যাচ্ছেন আপিল বিভাগের বিচারপতি আবু বকর সিদ্দিকী। ওই সময়ে অবকাশকালীন ছুটি থাকায় বৃহস্পতিবার শেষ কর্মদিবসে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনায় ভার্চ্যুয়ালি প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের ৬ বিচারপতি উপস্থিত ছিলেন।

প্রথমে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন ও পরে সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস সংবর্ধনায় বিচারপতির কর্মময় জীবন নিয়ে বক্তব্য তুলে ধরেন।

বিচারপতি আবু বকর সিদ্দিকী বলেন, বিদায় বেলা সবাইকে আহ্বান জানাই, আসুন একটি সুস্থ, সরল, স্বচ্ছ জবাবদিহিমূলক বিচার বিভাগের অবকাঠামো আমরা রচনা করে যাই।

আজ আমার বিচারিক জীবনের ইতি টানছি। এই মুহূর্তে একটি দাবি রেখে যেতে চাই বিচারপ্রার্থীদের এই স্বর্গীয় আশ্রয়স্থল বিচারালয় কোনো অবস্থাতেই যেন বাণিজ্যালয় হিসেবে পরিণত না হয়। এটা বার (আইনজীবী) ও বেঞ্চের (বিচারক) উভয়কে শক্তভাবে রুখতে হবে।

আবু বকর সিদ্দিকী আরো বলেন, ৪১ বছরের এই দীর্ঘ বিচারিক জীবনে কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছি তার বিচারের ভার আপনাদের ওপর ন্যস্ত। শেষ সময়ে বলে যেতে চাই—

প্রসঙ্গত: বিচারপতি আবু বকর সিদ্দিকী ১৯৫৪ সালের ২৯ জুলাই কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। সংবিধান অনুযায়ী একজন বিচারপতি ৬৭ বছর বয়স পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে থাকতে পারেন। সেই হিসেবে আগামী ২৮ জুলাই তার বয়স ৬৭ বছর পূর্ণ হবে।

বিচারপতি আবু বকর সিদ্দিকী রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও এলএলবি ডিগ্রি অর্জনের পর ১৯৭৯ সালে কুষ্টিয়া বারে আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন তিনি।

পরের বছর ১৯৮০ সালের ২৩ এপ্রিল মুন্সেফ হিসেবে বিচার বিভাগে নিয়োগ পান। পরবর্তীতে ১৯৯৭ সালে জেলা ও দায়রা জজ হন। ২০০৯ সালের ৩০ জুন হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি এবং দুই বছর পর স্থায়ী নিয়োগ পান।

২০১৮ সালের ৯ অক্টোবর তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার ছোট ভাই বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সর্বোচ্চ আদালত আপিল বিভাগের বিচারপতি হয়েছেন ২০১৩ সালেই। পাঁচ বছর পর এসে ২০১৮ সালে আপিল বিভাগে নিয়োগ পান বড় ভাই বিচারপতি আবু বকর সিদ্দিকী। তখন বিচারাঙ্গনে সর্বোচ্চ এজলাসে দুই ভাইয়ের আসীন হওয়া ইতিহাস বলে উল্লেখ করেছিলেন আইনজীবীরা।

টিএএস/এএএম/এমএমএইচ/৪

শেয়ার করুন

এই সম্পর্কিত আরো ......
Design Customized By Our Team