এমভয়েস ডেস্ক: সাবেক পরিচ্ছন্ন ছাত্রনেতা ও চট্টগ্রাম মহানগর কৃষকলীগ নেতা হুমায়ুন কবির মাসুদ এর শুভ জন্মদিন উপলক্ষে এক কেক কাটা অনুষ্ঠান নগরীর জামাল খানস্থ একটি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ আরমান চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ও এমভয়েস টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত সম্পাদক মুহাম্মদ মহরম হোসাইন, কৃষকলীগ নেতা খোন্দকার সফি, সন্দীপন মান্না, শিশির পারিয়ান, মোঃ জালাল, মোঃ শহিদুল ইসলাম, সাংবাদিক মোঃ কামাল হোসেন, নগর ছাত্রলীগ নেতা ফাহিম আল শাহরিয়ার।
মোঃ রাকিব হাসান, স্বেচ্ছাসেবক লীগ নেতা রাহুল দত্ত, সব্য সাচী টিটু প্রমুখ।
কেক কাটা অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনীতি দিয়ে রাজনীতি শুরু করেন হুমায়ুন কবির মাসুদ। সকল প্রতিকুল অবস্থা উপেক্ষা করে অদ্যাবদী পর্যন্ত তিনি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শে রাজনীতিতে মাঠে ময়দানে সক্রিয়।
কৃষক লীগ নেতা হুমায়ুন কবির মাসুদ বলেন, আমি জীবনের শেষ দিন পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিতে সক্রিয় থাকার অঙ্গিকার ব্যক্ত করলাম।
কামাল হোসেন/এমএমএইচ/৭