এমভয়েস ডেস্ক: চট্টগ্রামের পাহাড়তলী হাজী ক্যাম্প। এক সময় হাজার হাজার হাজীর মিলন মেলা ছিল এই ক্যাম্পে। কিন্ত সময়ের পালাবদলে এই ক্যাম্প এখন পরিত্যাক্ত।
সরেজমিনে নগরীর পাহাড়তলী হাজি ক্যাম্পে গেলে দেখা মেলে এটির বেহাল দশা। এই ক্যাম্পের দিকে নজর নেই সরকারি কোন সংস্থার।
১৯৫০ সালে পাহাড়তলীতে ৯ দশমিক ৩৫ একর জমি অধিগ্রহণ করে তৎসময়ে ১৪ লক্ষ টাকা ব্যয়ে ৭টি পিলগ্রিম ব্লকে ৫ হাজার হজযাত্রী ধারণ ক্ষমতাসম্পন্ন হাজী ক্যাম্প নির্মাণ করে ধর্ম মন্ত্রণালয়। এটি ছিল পূর্ব পাকিস্তানের একমাত্র হাজী ক্যাম্প।
টিএএস/এএএম/এমএমএইচ/১