এমভয়েস ডেস্ক: বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের পূর্ণ গঠিত কমিটিতে আগামী তিন বছরের জন্য ট্রাস্টি নির্বাচিত হয়েছেন খাগড়াছড়ি জেলার মহিলা আওয়াামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক রুপনা চাকমা।
তিনি বিগত কমিটিতে বাংলাদেশ বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের নির্বাচিত ট্রাস্টি ছিলেন।
ট্রাস্টি নির্বাচিত হওয়ার পর তিনি বলেন, বিগত সময়ের মেয়াদকালে যে সততা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি আগামী তিন বছরে আমার উপর পুনরায় যে আস্থা ভরসা রেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, খাগড়াছড়ি জেলার অভিভাবক বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি এবং ধর্ম মন্ত্রণালয়ের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আমি আমার উপর অর্পিত দায়িত্ব সততার সাথে পালনে সচেষ্ট থাকবো।
তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
টিএএস/এএএম/এমএমএইচ/৫