এমভয়েস ডেস্ক: শহর কুতুব হযরত শাহ আমানত খাঁন (র.) বার্ষিক ওরশ সম্পন্ন হয়েছে।
রোববার (১০ জুলাই) নগরীর জেল রোডস্হ মাজারে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে ওরশ সম্পন্ন হয়। দরবারের মতোয়াল্লীরা মাজারে খতমে কোরআন, মিলাদ-মাহফিল, ফাতেহার আয়োজন করেন। পরিশেষে তবারক বিতরণ করেন।
তবে করোনায় লকডাউনে সরকারি বিধি-নিষেধের কারণে দরবারে দূর-দূরান্ত থেকে এবার লোকের সমাগম কম ছিল।
আগত আশেক ভক্তগণ দরবার জিয়ারত করেন এবং অনেকে সাধারণ মানুষদের মাঝে তবারক বিতরণ করেন।
টিএএস/এএএম/এমএমএইচ/৫