1. editor@mvoice24.com : Mahram Hossain : Mahram Hossain
  2. admin@mvoice24.com : admin :
কোপা আমেরিকা ফাইনাল: আজ ভোরে ব্রাজিল- আর্জেন্টিনা মুখোমুখি  - MVOICE 24
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৯ অপরাহ্ন

কোপা আমেরিকা ফাইনাল: আজ ভোরে ব্রাজিল- আর্জেন্টিনা মুখোমুখি 

ডেক্স নিউজ
  • আপডেট সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৩২০ বার পড়া হয়েছে

এমভয়েস আন্তর্জাতিক ডেস্ক: কোপা আমেরিকার ফাইনাল খেলার আর মাত্র চার-পাঁচ ঘণ্টা বাকি। বাংলাদেশ সময় রোববার ভোরে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন আর্জেন্টিনা বনাম ব্রাজিল।

এদিকে ব্রাজিল ও আর্জেন্টিনার ফাইনাল খেলা কে ঘিরে দুই দলের খেলোয়ারদের মধ্যে স্নায়ু যুদ্ধ শুরু হয়েছে। ফাইনাল খেলায় মেসি এবং নেইমার, দুজনের জন্যই এবারের কোপার শিরোপা হবে একরকম ‘অস্কার’ জেতার সমতূল্য কিছুই। সেই সঙ্গে তাঁদের সামনে হাতছানি পেলে ও ম্যারাডোনাকে ছাড়িয়ে যাওয়ারও। তিন-তিনটি বিশ্বকাপ ট্রফি মাথায় তুলে ধরেছেন পেলে। একা পায়ে আর্জেন্টিনাকে ১৯৮৬-র বিশ্বকাপ জিতিয়েছেন ম্যারাডোনা। কিন্তু দুজনের কেউই কখনো পাননি কোপা জয়ের স্বাদ। মেসি এবং নেইমারও না। এবার অন্তত একজনের সেই অপূর্ণতা ঘুচতে চলেছে। কে তিনি? মেসি নাকি নেইমার?

ব্রাজিলের সেন্টারব্যাক মারকিনোসের এমন লক্ষ্য হওয়াই খুব স্বাভাবিক, ‘আমাদের চেষ্টা থাকবে, ওর (মেসির) লক্ষ্য যাতে পূরণ না হয়। মেসির মতো আমাদেরও এমন খেলোয়াড় আছে, যার কিনা ট্রফিটা প্রাপ্য। যেমন—নেইমার। গত আসরে সে (২০১৯ সালে, ইনজুরির জন্য) ছিল না।’ পেরুকে সেবার ৩-১ গোলে হারিয়ে ব্রাজিলের শিরোপাজয়ী দলের অংশ হতে না পারাটা নেইমারের আকুতি এবার বাড়িয়ে দিচ্ছে আরো। অন্যদিকে মেসি তিন-তিনবার কোপার ফাইনাল খেলেও ট্রফি ছুঁতে পারেননি। ২০০৭, ২০১৫ ও ২০১৬-র আসরে ফাইনালে হারের বেদনায় বিলীন মেসি ২০১৪ বিশ্বকাপের ফাইনালও হেরেছেন জার্মানির কাছে। বারবার খুব কাছে গিয়েও তীরের নাগাল না পাওয়ার বেদনা ভোলার আরেকটি সুযোগ এবার আর্জেন্টাইন ফুটবল জাদুকরের সামনে।

তাঁকে নিজের দেখা সেরা ফুটবলারের মর্যাদা দিয়ে আসা নেইমার কিন্তু মেসির জন্য লিখতে চান আরেকটি ব্যর্থতার গল্পই, ‘আমি সব সময়ই বলে এসেছি, আমার দেখা সেরা খেলোয়াড়। আমরা দুজনে বেশ ভালো বন্ধুও। কিন্তু এখন আমরা ফাইনালে, আমরা একে অন্যের প্রতিপক্ষ। আমি এটি জিততে চাই, যা হবে কোপায় আমার প্রথম শিরোপাও। মেসিও অনেক বছর ধরেই জাতীয় দলের হয়ে একটি ট্রফি জিততে মরিয়া। আর যখনই কোনো ফাইনালে আমরা ছিলাম না কিন্তু আর্জেন্টিনা ছিল, আমি ওর জন্যই গলা ফাটিয়েছি। যেমনটি জার্মানির বিপক্ষে ২০১৪-র বিশ্বকাপ ফাইনালের সময়ও করেছিলাম।’

এবার সেই সুযোগ নেই। আবার এমন কোনো সুযোগও তো নেই যে দুজনকেই শিরোপা জিতিয়ে দেওয়ার। সেই বাস্তবতার কথাই মনে করিয়ে দিয়ে লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের জন্য মরিয়া নেইমার বললেন, ‘আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা অটুট কিন্তু জিতবে তো শেষ পর্যন্ত একজনই।’ এএফপি

টিএসএস/এমএমএইচ/৩

শেয়ার করুন

এই সম্পর্কিত আরো ......
Design Customized By Our Team