এমভয়েস ডেস্ক: কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক অরুণ দাশগুপ্তের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
শনিবার (১০ জুলাই) সন্ধ্যায় তথ্য মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা এমরুল করিম রাশেদ গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায়, প্রয়াতের বিদেহী আত্মার শান্তিকামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য ড. হাছান মাহমুদ শোকবার্তায় বলেন, দৈনিক আজাদীর সাবেক সহযোগী সম্পাদক ও অসংখ্য কাব্য ও প্রবন্ধ প্রণেতা অরুণ দাশগুপ্ত সাহিত্য ও সাংবাদিকতায় যে অবদান রেখেছেন তা স্মরণীয় হয়ে থাকবে।
শনিবার দুপুর ১২টার দিকে পটিয়ার ধলঘাট এলাকায় গ্রামের বাড়িতে সাংবাদিক ও কবি অরুণ দাশগুপ্ত মৃত্যুবরণ করেন।
টিএএস/এএএম/এমএমএইচ/৫