1. editor@mvoice24.com : Mahram Hossain : Mahram Hossain
  2. admin@mvoice24.com : admin :
ইউএনও'কে আপা ডাকায় স্বর্ণ ব্যবসায়ীকে লাঠিপেটার অভিযোগ - MVOICE 24
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৫ অপরাহ্ন

ইউএনও’কে আপা ডাকায় স্বর্ণ ব্যবসায়ীকে লাঠিপেটার অভিযোগ

ডেক্স নিউজ
  • আপডেট সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ২৯৬ বার পড়া হয়েছে

এমভয়েস ডেস্ক,সিংগাইর (মানিকগঞ্জ): উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আপা বলায় তপন চন্দ্র দাশ (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে লাঠিপেটা করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকালেসিংগাইর উপজেলার জায়গীর বাজারে এ ঘটনা ঘটে। লাঠিপেটা খাওয়া তপন চন্দ্র দাশ উপজেলার জয়মন্ডপ গ্রামের গুরুচন্দ্র দাশের ছেলে।

সংশ্লিষ্টরা জানান, সরকার ঘোষিত লকডাউন কার্যকরে বের হন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকালে জায়গীর বাজারে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান তিনি। এ সময় প্রিতম জুয়েলার্স খোলা থাকায় ওই দোকানে ঢুকে একাধিক ক্রেতা ও দোকান মালিক তপন চন্দ্র দাশকে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউএনও রুনা লায়লা জরিমানা করেন।

একপর্যায়ে তপনকে শাসানো হলে ইউএনওকে আপা বলে ক্ষমা চান তিনি। এতে ইউএনও ক্ষিপ্ত হন এবং তার সঙ্গে থাকা আনসার বাহিনীর এক সদস্য ওই ব্যবসায়ীকে লাঠিপেটা করেন।

ভুক্তভোগী তপন বলেন, কথা বলার সময় ইউএনওকে আমি আপা বলি। আপা বলার পর কিছু বুঝে ওঠার আগেই আমাকে লাঠি দিয়ে ৩টি আঘাত করে।

তবে উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা বলেন, মারধরের কোনো ঘটনা ঘটেনি। দোকানে অনেক লোকের সমাগম থাকায় মালিকসহ ক্রেতাদের জরিমানা করে দোকানটি বন্ধ করে দেয়া হয়েছে।

টিএএস/এএএম/এমএমএইচ/৪

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরো ......
Design Customized By Our Team