সিএনজি অটোরিকশা নালায় পড়ে যাওয়ার দৃশ্য সিসিটিভির ফুটেজ থেকে নেওয়া
এমভয়েস ডেস্ক: চট্টগ্রাম নগরিতে সিএনজি অটোরিকশা নালায় পড়ে চালকসহ ২ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ জুন) দুপুর ১২টার দিকে পাঁচলাইশ থানাধীন ষোলশহর ২ নম্বর গেইটের মেয়র গলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সুলতান (৩৫) ও খাদিজা বেগম (৬৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা দিয়ে যাওয়ার সময় সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে নালায় পড়ে যায়।
নালায় প্রচণ্ড স্রোত থাকায় তলিয়ে যায় সিএনজি অটোরিকশাটি। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। অটোরিকশায় চালকসহ ৫ জন ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচাজ (পরিদর্শক) জহিরুল ইসলাম জানান,
নালায় ডুবে যাওয়া দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত দুইজনের মধ্যে একজন অটোরিকশা চালক।
টিএএস/এএএম/এমএইচএম/৬