এমভয়েস ডেস্ক: চট্টগ্রামে ১১ হাজার ৫৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মাসুদ রানা৷ নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) কে গ্রেফতার করেছে র্যাব-৭।
সোমবার (২৮ জুন) বিকেলে আটকের বিষয়টি জানান কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৭ জুন) দুপুরে ভেল্লাপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র্যাব-৭।
এ সময় একটি প্রাইভেটকারে তল্লাশি করে ১১ হাজার ৫৬০ পিস ইয়াবাসহ পুলিশের এসআই মো. মাসুদ রানাকে আটক করা হয়। রোববার দিবাগত রাত পৌনে ২টার দিকে র্যাব-৭ এর ডিডি বাদী হয়ে কর্ণফুলী থানায় মাদক আইনে মামলা করেন।
ওসি দুলাল মাহমুদ বলেন, ১১ হাজার ৫৬০ পিস ইয়াবাসহ পুলিশের এসআই মো. মাসুদ রানাকে আটক করেছে র্যাব। গ্রেফতার মো. মাসুদ রানা কক্সবাজার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) এসআই হিসেবে কর্মরত আছেন।
এ ঘটনায় মাদক আইনে থানায় মামলা হয়েছে। সোমবার (২৮ জুন) সকালে মাসুদ রানাকে আদালতে পাঠানো হয়েছে।
টিএএস/এএএম/এমএইচএম/৮