এমভয়েস ডেস্ক: চট্টগ্রাম নগরিতে ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন মো. সুমন (৩০), সাহেরা বেগম (৬০) ও মো. আবুল কাশেম ওরফে ভোলা (৪৩)।
রোববার (২৭ জুন) রাতে ডবলমুরিং থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
সোমবার (২৮ জুন) ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, চৌমুহনী কর্ণফুলী মার্কেটের উত্তর পাশে ডাস্টবিনের বিপরীতে তরিকত মঞ্জিলের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে সুমন ও সাহেরা খাতুনকে গ্রেফতার করা হয়। এ সময় সাহেরা খাতুনের ঘরে হলুদের কৌটায় বিশেষ কৌশলে রাখা ৭৫ পিস ও সুমনের পকেট থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পরে সাহেরার দেওয়া তথ্যের ভিত্তিতে চৌমুহনী ছাড়িয়াপাড়া বরফকলের শাহাজাহানের ভাড়াঘর থেকে আবুল কাশেম ভোলাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
ওসি মহসীন বলেন, আটক সাহেরা খাতুন খুবই ধূর্ত! তিনি ছেলের মাধ্যমে মাদক ব্যবসা করেন। ছেলে জেলে যাওয়ায় তার ব্যবসা স্থবির হয়ে পড়ে। তাই তিনি সুমনের সঙ্গে মা-ছেলের সম্পর্ক পাতায়! শুধু ইয়াবা বিক্রির জন্যই সুমনকে ছেলে মানেন সাহেরা! সম্পর্ক পাতানো শুধু সুমনের সঙ্গেই সীমিত থাকেনি, যার কাছ থেকে ইয়াবা কেনেন সেই আবুল কাশেম ওরফে ভোলাকেও বানিয়েছেন ধর্মের ভাই! ভাই ডাকার সুবাদে ইয়াবা কেনার সময় বিশেষ ছাড়ও পেতেন সাহেরা।
সাহেরার বিরুদ্ধে এর আগে ১টি এবং ভোলার বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। গ্রেফতার তিনজনের বিরুদ্ধেই মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে হয়েছে বলে জানান ওসি।
এএএম/এমএমএইচ/৬