সভাপতি মনিরুল ও সম্পাদক আসাদুজ্জামান
এমভয়েস ডেস্ক, ঢাকা: বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এর সভাপতি হিসেবে অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম (বার) এবং সাধারণ সম্পাদক পদে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)র উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা (মতিঝিল) আসাদুজ্জামান পিপিএম (বার) নির্বাচিত হয়েছেন।
আজ শনিবার (২৬ জুন) বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের ৪১তম বার্ষিক সাধারণ সভায় তারা নির্বাচিত হয়েছেন।
সাধারণ সভা থেকে নবনির্বাচিত সভাপতি মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামানকে সকল পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সবাই মনে করেন নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন আরো কার্যকর এবং গতিশীল হবে।
টিএএস/এমএএম/এমএমএইচ/৫