এমভয়েস ডেস্ক: সেতুর উপরাংশে ঢালাইয়ের ২১ দিন পার না হতেই চলাচল করছে গাড়ি।
গহিরা-ফটিকছড়ি সড়কের নানুপুর বিনাজুড়ি খালের উপরে নিমানাধীন সেতুর উপরাংশে ঢালাইয়ের কাজ করা হয় কিছু দিন আগে। ২১ পার না হতেই উক্ত সেতুর উপর দিয়ে যার যার ইচ্ছামত ট্রাক, জীপ, পিকআপ, মাইক্রোবাস গাড়ি চলাচল করছে। এতে যেকোন সময়ে ঘটতে পারে দূঘটনাসহ জীবনহানী।
এদিকে পতিনিয়ত নিমানাধীন সেতুর উপর দিয়ে গাড়ি চলাচল করলেও ঠিকাদারের কোন দায়বদ্ধতা নেই বলে মনে হচ্ছে। তারা সেতুর উপরে কোন প্রতিবন্ধক সাইন বোর্ডও লাগাইনি।
এছাড়া সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট প্রকৌশলীদের কোন খোজ নেই। স্থানীয় জনপ্রতিনিধিরাও এব্যাপারে উদাসীন মনে করছেন স্হানীয় জনসাধারণ।
টিএএস/এএএম/এমএমএইচ/৮