এমভয়েস ডেস্ক: এটি চট্টগ্রাম নগরীর আসকার দিঘির পাড় বাইলেন (শতদল ক্লাব) ঢোকার মুখের রাস্তা। এ রাস্তাটি হয়তো ওয়াসা অথবা টিএন্ডটি কেটে গ্রাহকদের সেবা দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো রাস্তাটি কাটার পর গর্তটি ভরাট করেন নি কোনো কর্তৃপক্ষ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনও রয়েছে নিশ্চুপ।
এই গর্তটির কারণে চার-পাঁচ দিন ধরে এ রাস্তাটি দিয়ে গাড়ি চলাচল করতে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এলাকাবাসীর মনে প্রশ্ন তাহলে সেবা সংস্থার কাজ কি?
টিএএস/এএএম/এমএমএইচ/৬