1. editor@mvoice24.com : Mahram Hossain : Mahram Hossain
  2. admin@mvoice24.com : admin :
সম্মেলনে ত্যাগীরা মূল্যায়িত হবে এমনটাই আশা করছি- স্বেচ্ছাসেবক লীগ নেতা সুজিত দাশ - MVOICE 24
বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪, ০১:০৮ পূর্বাহ্ন

সম্মেলনে ত্যাগীরা মূল্যায়িত হবে এমনটাই আশা করছি- স্বেচ্ছাসেবক লীগ নেতা সুজিত দাশ

ডেক্স নিউজ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৩২৮ বার পড়া হয়েছে

এমভয়েস ডেস্ক: চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনকে ঘিরে সভাপতি ও সেক্রেটারি সহ গুরুত্বপুর্ণ পদ প্রত্যাশীদের চোখে ঘুম নেই। ইতোমধ্যে পদ প্রত্যাশী প্রার্থীরা কমিটিতে আসতে নানামুখী প্রচার-প্রচারণা, লবিং ও তদবির শুরু করেছেন। তবে কমিটিতে কে আসছেন, কার স্বপ্ন সফল হতে চলেছে তা জানা যাবে ১৯ জুন সম্মেলনের পরে। তবে আগামী ১৯ জুনের সম্মেলনে ত্যাগী ও যোগ্যদের যাতে মুল্যায়ন করা হয় সে দাবী সকল পদপ্রত্যাশীদের।

এদিকে বহুল প্রতিক্ষিত সম্মেলনে সাধারন সম্পাদক পদে নিজের প্রার্থীতা ঘোষণা হওয়ার কারণ তুলে ধরেন চট্টগ্রাম আইন কলেজের ছাত্রসংসদের সাবেক ভিপি, সাবেক ছাত্রনেতা সুজিত দাশ। দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সাথে।

আজ বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি আওয়ামী ছাত্র রাজনীতি ও স্বেচ্ছাসেবক লীগে তাঁর অতীত ও বর্তমান কর্মকান্ড তুলে ধরেন।

এসময় সুজিত দাশ বলেন, ছাত্র রাজনীতি থেকেই বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে আসছেন। তিনি আগামী ১৯ জুনের সম্মেলনে তাঁকে সাধারন সম্পাদক পদে নির্বাচিত করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

টিএএস/এএএম/এমএমএইচ/

শেয়ার করুন

এই সম্পর্কিত আরো ......
Design Customized By Our Team