1. editor@mvoice24.com : Mahram Hossain : Mahram Hossain
  2. admin@mvoice24.com : admin :
সিলেটে দুই শিশুসহ মা‌কে গলা কে‌টে হত‌্যা - MVOICE 24
রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪, ০৩:১৮ অপরাহ্ন

সিলেটে দুই শিশুসহ মা‌কে গলা কে‌টে হত‌্যা

ডেক্স নিউজ
  • আপডেট সময় : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ২১৯ বার পড়া হয়েছে

এমভয়েস ডেস্ক, সিলেট: সিলেটে দুই শিশুসহ মা‌কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় হিফজুর রহমানকে (৩৫) উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ বুধবার (১৬ জুন) সকালে গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহতরা হলেন বিন্নাকান্দি গ্রামের হিফজুর রহমানের স্ত্রী আলিমা বেগম (৩০), তার ছেলে মিজান (১০) ও মেয়ে তানিশা (৩)।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, বুধবার সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে প্রতিবেশীরা হিফজুরের ঘরের সামনে যান। ভেতর থেকে গোঙানির শব্দ শুনে তারা দরজায় ধাক্কা দেন। এ সময় ঘরের দরজা খোলা ছিল। ভেতরে প্রবেশ করে খাটের উপর তিনজনের গলা কাটা ও ক্ষতবিক্ষত মরদেহ এবং হিফজুরকে রক্তাক্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন। প‌রে পু‌লিশ এসে মর‌দেহ উদ্ধার ক‌রে।

গোয়াইনঘাট থানার ওসি আবদুল আহাদ তিনজন নিহত ও একজন আহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বটি দা দিয়ে কুপিয়ে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ঘটনার কারণ খুঁজে দেখছে পুলিশ।

টিএএস/এএএম/এমএমএইচ/৫

শেয়ার করুন

এই সম্পর্কিত আরো ......
Design Customized By Our Team