এমভয়েস ডেস্ক: নগরীতে সাত হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ জুন) সকাল পৌনে ১০ টার দিকে কোতোয়ালী থানার ফিরিঙ্গীবাজার ব্রীজঘাট মোড় এলাকার হোটেল নেভালের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন কক্সবাজার জেলার উখিয়া থানার পশ্চিম হলদিয়া এলাকার আবুল মনজুর প্রকাশ মঞ্জুর আলম (২৮) ও সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়নের আলুরঘাট সিকদার পাড়া এলাকার মো.সাহাব উদ্দিন (৩৪)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দীন বলেন, অভিযানে আটক ২ জন পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের কাছ থেকে ৭ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত আসামিরা অল্প দামে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় বেশি দামে বিক্রি করতো।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামের স্বীকার করেন টেকনাফের মো. আবুল কালাম নামের একজনের কাছ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করা করে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য পরিকল্পনা ছিল তাদের।
আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের মামলা রয়েছে বলে জানান ওসি নেজাম।
টিএএস/ এএএম/এমএমএইচ/৮