1. editor@mvoice24.com : Mahram Hossain : Mahram Hossain
  2. admin@mvoice24.com : admin :
চট্টগ্রামে পাহাড়ে অবৈধভাবে নির্মিত ৩৭০টি বাড়ি উচ্ছেদ - MVOICE 24
সোমবার, ১৭ জুন ২০২৪, ০৮:২৭ অপরাহ্ন

চট্টগ্রামে পাহাড়ে অবৈধভাবে নির্মিত ৩৭০টি বাড়ি উচ্ছেদ

ডেক্স নিউজ
  • আপডেট সময় : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ১৯২ বার পড়া হয়েছে

এমভয়েস ডেস্ক: চট্টগ্রামে পাহাড়ে অবৈধভাবে নির্মিত ৩৭০টি বাড়ি উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

সোমবার (১৪ জুন) বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডে সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত
পাহাড়ে অবৈধ বসবাসকারীদের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের ৬ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। ৬ জন ম্যাজিস্ট্রেট ৩টি দলে ভাগ হয়ে অভিযান পরিচালনা করেন। এছাড়াও পরিবেশ অধিদপ্তরের পরিচালক মেট্রো নুরুল্লাহ নূরী উপস্থিত ছিলেন।

লিংক রোডের হাটহাজারী অংশে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) হাটহাজারী
শরীফ উল্যাহ, সহকারী কমিশনার (ভূমি), পতেঙ্গা সার্কেল এহসান মুরাদ।

লিংক রোডের সীতাকুণ্ড অংশে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সীতাকুণ্ড মো: রাশেদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি), সদর সার্কেল মাসুমা জান্নাত।

লিংক রোডের মহানগর অংশে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), চান্দগাঁও সার্কেল মামনুন আহমেদ অনীক, সহকারী কমিশনার (ভূমি), কাট্টলী মুহাম্মদ ইনামুল হাসান।

প্রতিটি দলের সাথে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট ভূমি উপসহকারী কর্মকর্তা ও সার্ভেয়রগণ অভিযানস্থলে উপস্থিত ছিলেন ।

প্রায় ৩০০ জনবল ও ৩ টি এক্সকাভেটরের সহায়তায় বায়েজিদ লিংক রোডের মহানগর অংশে ১১০ টি, সীতাকুণ্ড অংশে ৭০টি এবং হাটহাজারী অংশে ১৯০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

অধিকাংশ স্থাপনা টিনের তৈরী ঘর। কিছু সেমিপাকা এবং পাকা সীমানা দেয়াল উচ্ছেদ করা হয়েছে।

উচ্ছেদ অভিযানে নিম্নোক্ত জনবল উচ্ছেদ পরিচালনা টিমকে সহায়তা করে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ৬ জন, পরিবেশ অধিদপ্তর ৮ জন, মেট্রোপলিটন পুলিশ ৫০ জন, জেলা পুলিশ ৫০ জন, র‍্যাব ১ টি দল, ফায়ার সার্ভিস ১ টি দল এবং এম্বুলেন্স।
এক্সকাভেটর ৩টি, পিডিবি ১ টি দল, শ্রমিক ৬৫ জন,
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন ও চট্টগ্রাম ওয়াসার ১ টি করে দল।

টিএএস/এএএম/এমএমএইচ/৫

শেয়ার করুন

এই সম্পর্কিত আরো ......
Design Customized By Our Team