এমভয়েস ডেস্ক: মৎস্যজীবিদের মাছ আহরণে সরকারী নিষেধাজ্ঞা থাকায় ২৭০ জন বেকার মৎস্যজীবিদের মাঝে ১৫ হাজার ১ শত ২০ কেজি চাল বিতরণ করছে জেলা মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম।
রোববার (১৩ জুন) ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কার্যালয়ে এ চাল বিতরণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ হাসান মুরাদ বিপ্লব।
কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব বলেন, মৎস্যজীবিদের মাছ আহরণে সরকারী নিষেধাজ্ঞা থাকায় এ সময় জেলেরা মানবতার জীবনযাপন করে। জেলেদের কষ্ট লাঘবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক। তাই জনবান্ধব এ সরকার তাদের কথা চিন্তা করে তাদেরকে চাল বিতরণের মাধ্যমে তাদের দুঃখ কষ্ট কিছুটা লাঘব করার চেষ্টা করছে।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। প্রান্তিক জনগোষ্ঠীর সাথে রাষ্ট্রের উন্নয়নের সুফল সাধারণ নাগরিক আজ ভোগ করছে।
ওয়ার্ড সচিব সৌমেন ভট্টাচার্য্য সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন চৌধুরী, দোদুল সরদার, অনিল সরদার, মিন্টু সরদার, মহানগর যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা তারাপদ দাশ, তথ্য সংগ্রহকারী জনি দাশ।
আরো উপস্থিত ছিলেন গোপাল দাশ সরদার, রামদাশ সরদার, বিমল সরদার, সুজিত দাশ, যুবলীগ নেতা মিজানুর রহমান জসিম, স্বেচ্ছাসেবকলীগ নেতা শফিউল আলম জনি, ছাত্রনেতা রিয়াদ।
টিএএস/এএএম/এমএমএইচ/৩