এমভয়েস ডেস্ক: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) সদস্য সাব্বির মোহাম্মদ ইরফান এবং সাংবাদিক মোস্তফা এমরান সোহেলের বাবা আবদুল মান্নান মারা গেছেন।
বৃহস্পতিবার (১০ জুন) সন্ধ্যায় চট্টগ্রামের পাঁচলাইশের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ। প্রায় একইসময়ে মারা গেছেন সিইউজে’র দুই সদস্য মনজুর কাদের মনজু ও কাউসার ইকবালের শ্বশুর আব্দুল হালিম গাজী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সাংবাদিক পরিবারের দুই সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিইউজে সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম।
এক শোক বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমদের আত্মার শান্তি কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
টিএএস/এএএম/এমএমএইচ/৮