ছবি- নতুন নিয়োগপ্রাপ্ত সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ
এমভয়েস ডেস্ক, ঢাক: লেফটেনেন্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ জেনারেল পদে পদোন্নতি দিয়ে নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
আগামী ২৪ জুন ২০২১ অপরাহ্ণ থেকে পরবর্তী তিন বছরের জন্য সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বর্তমান সেনাপ্রধান আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।
আজ বৃহস্পতিবার (১০জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে ওয়াহিদা সুলতানা (উপসচিব) স্বাক্ষরিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগ আদেশ জারি করা হয়।
এই নিয়োগ আদেশে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে আগামী ২৪ জুন অপরাহ্ণ থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে জেনারেল পদে পদোন্নতি প্রদানপূর্বক প্রতিরক্ষা বাহিনীসমূহের প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন, ২০১৮ অনুসারে তিন বছরের জন্য সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেয়া হলো।
টিএএস/এএএম/এমএমএইচ/