এমভয়েস ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পাশ থেকে গোলাম মোহাম্মদ (৫৫) নামে ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
মঙ্গলবার (৮ জুন) সকাল ১১টার দিকে ভাটিয়ারির পোর্টল্যান্ড ডিপো গেইট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
চট্টগ্রাম রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহরাব হোসেন জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিভিন্ন মাধ্যমে পরিচয় শনাক্ত করি। মরদেহের সুরতহাল করা হয়েছে।
শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত গোলাম মোহাম্মদ নোয়াখালী জেলার সেনবাগ থানার কাদরা এলাকার মৃত মো. মুছা মিয়ার ছেলে।
টিএএস/এএএম/এমএমএইচ/৮