1. editor@mvoice24.com : Mahram Hossain : Mahram Hossain
  2. admin@mvoice24.com : admin :
৩২ আনসার ব্যাটালিয়নে করোনা প্রতিরোধক সামগ্রী দিল পায়েল ফাউন্ডেশন - MVOICE 24
রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪, ০৩:৩৮ অপরাহ্ন

৩২ আনসার ব্যাটালিয়নে করোনা প্রতিরোধক সামগ্রী দিল পায়েল ফাউন্ডেশন

ডেক্স নিউজ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ২০৫ বার পড়া হয়েছে

এমভয়েস ডেস্ক: ৩২ আনসার ব্যাটালিয়নের নিকট করোনা মোকাবিলায় প্রতিরোধক হিসেবে সার্জিক্যাল মাস্ক, পিপিই, করোনা মেডিসিন, করোনা জীবাণু প্রতিরোধক সানগ্লাস সামগ্রী হস্থান্তর করেছে পায়েল ফাউন্ডেশন।

আজ সোমবার (৭ জুন) লামা ব্যাটালিয়ন সদর দপ্তরের বঙ্গবন্ধু চত্তরে ৩২ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক এএসএম আজিম উদ্দিন পিভিএম প্রতিরোধক সামগ্রী গ্রহণ করেন।

এসম আরো উপস্থিত ছিলেন পায়েল ফাউন্ডেশনের কর্নধার ব্যবসায়ী ও সমাজ সেবক ফাহাদ চৌধুরী দিপু, সহকারী পরিচালক এসএম বেলাল, সার্কেল এডজুটেন্ট সেলিম রেজা, স্থানীয় সামাজিক সংগঠক ও ক্রীড়া সংগঠকবৃন্দ ।

প্রধান অতিথি গ্রহণকৃত করোনা প্রতিরোধ সামগ্রী খেলোয়াড় ও পাহাড়ী দরিদ্র জনগোষ্ঠীর মাঝে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ করেন।

এলাকাবাসী ও খেলোয়াড়বৃন্দ দীর্ঘদিন পর আনসার ব্যাটালিয়নের মুজিব কাননে এমন মানবসেবা মুলক কর্মসুচী আয়োজনের জন্য পায়েল ফাউন্ডেশন ও ৩২ আনসার ব্যাটালিয়নের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

টিএএস/এএএম/এমএমএইচ/৪

শেয়ার করুন

এই সম্পর্কিত আরো ......
Design Customized By Our Team