1. editor@mvoice24.com : Mahram Hossain : Mahram Hossain
  2. admin@mvoice24.com : admin :
সী-বিচে জুয়ার আসরঃ গ্রেফতার ২২ - MVOICE 24
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৬ পূর্বাহ্ন

সী-বিচে জুয়ার আসরঃ গ্রেফতার ২২

ডেক্স নিউজ
  • আপডেট সময় : শনিবার, ৫ জুন, ২০২১
  • ২৪৯ বার পড়া হয়েছে

এমভয়েস ডেস্ক: নগরীর পতেঙ্গা থানার সী-বিচ এলাকায় অভিযান চালিয়ে নগদ ৩১ হাজার ৪৪০ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ২২ জুয়াড়িকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

শনিবার, ৫ জুন দিবাগত রাত ২ টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- আব্দুস সবুর (৩৮), মো. জাহাঙ্গীর আলম (৩৮), মো. মোর্শেদ আলম (২৮), মো. মামুনুর রশিদ (২৯), মো. ইব্রাহীম (৩২), মো. মান্নান (৪৬), মো. আব্দুর রহিম (৪২), মো. ইকবাল (৪৪), নুরুল ইসলাম বিপ্লব (৪২), মো. ওসমান গনি (২৪), মো. ইদ্রিস (৪৫), মো. রুবেল (২৮), মো. নুরুল আনোয়ার (৫৫), মো. ফখরুদ্দিন (২৩), মো. আবুল কাশেম (৪০), মো. হালিম (৪০), মো. রানা (২৫), মো. তৌহিদ আফ্রিদি (১৮), মিঠুন দাশ (২৮), সোহরাব হোসেন (৩৭), মো. সোহেল (২২) এবং মো. সাইফুল (১৮)।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শাহ মো. আবদুর রউফ জানান‘গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গার সী-বিচ এলাকা থেকে ১৪ প্যাকেট তাস এবং নগদ ৩১ হাজার ৪৪০ টাকাসহ ২২ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে পতেঙ্গা থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।

টিএএস/এএএম/এমএমএইচ/৬

শেয়ার করুন

এই সম্পর্কিত আরো ......
Design Customized By Our Team