1. editor@mvoice24.com : Mahram Hossain : Mahram Hossain
  2. admin@mvoice24.com : admin :
কোথায় মানবতা,কোথায় বিবেক,কোথায় আমাদের মনুষ্যত্ব,, - MVOICE 24
বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪, ০৪:৫৪ অপরাহ্ন

কোথায় মানবতা,কোথায় বিবেক,কোথায় আমাদের মনুষ্যত্ব,,

ডেক্স নিউজ
  • আপডেট সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ৩৮৮ বার পড়া হয়েছে

Sayed Khokon

কোথায় মানবতা,কোথায় বিবেক,কোথায় আমাদের মনুষ্যত্ব,, আজ বিকেল ৪ টা থেকে এই শিশুটি বয়স ৫ নাম সোহাগ খুলশি ২নং গলিতে ঘুরাঘুরি করছে তখন আমার নজরে আসে,রাত আবার যখন ৭/৮ টা তখন আবার এই শিশুটিকে দেখি,,তখন ওকে দোকানে এনে নাস্তা করিয়ে,, রবি কোম্পানি থেকে গিফট পাওয়া একটি তাওয়েল গায়ের মধ্য জরিয়ে দি,গায়ে শিশুটির একটি প্যান্ট ছাড়া আর কিছুই ছিলনা,নাম ঠিকানা পিতার নাম জিগেস করি সে কিছুই বলতে পারেনা, শুধু ওর নাম বলতে পারে বাসা দেখলে চিনবে,, আর কিছুই বলতে পারেনা,, ওকে বলে বুজিয়ে অনেক চেষ্টা করলাম বাসায় চলে যেতে, কিন্তু সে বাসায় যাবেনা বাসায় গেলে বাবা নাকি ওকে অনেক মারে এবং বাসায় গেলে আর অনেক মারবে, তার একটু নমুনা ছবিতে দেখলে বুজবেন,,পরে রাত ১২ টায় দোকান বন্দ করার সময় আমার প্রিয়নেতা বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় সদস্য মোঃ ইদ্রিস ভাইকে ফোনে বিষয় টা খুলে বললাম উনি বললেন খুলশি থানায় গিয়ে ডিউটি অফিসার কে ঘটনা খুলে বলে শিশুটিকে বুজিয়ে দিয়ে আসো,,, পরে থানায় গেলাম রাত ১টা,,, নেতার নিদের্শে ডিউটি অফিসার কে ঘটনা খুলে বলি,,ডিউটি অফিসার শিশুটিকে নাম, ঠিকানা, জিগেস করার পর,, শিশুটি কিছুই বলতে পারেনা বাসায় দেখলে চিনবে এটায় বলে,পরে আমি সহ ছোট ভাই আর কয়েকজন মিলে শিশুটিকে খুলশি কলোনি তে নিয়ে যায় রাত তখন ২ টা,পরে আমরা কিছুদুর যেতেই শিশুটি বললো এটা আমাদের বাসা,রাত তখন ২.৩০ মিনিট গিয়ে দেখি গেটে তালা জুলানো অনেক ডাকাডাকির পর শিশুটির বাবা এসে আমাদের সাথে একটু গরম,, আমরা যখন একটু হালকা জারানী দিলাম তারপর মা ও বাবা সহ আসে পাশের লোকজন,,থানার ডিউটি অফিসার এস আই হিরন ভাই,, প্রিয়নেতার সাথে ফোনে কথা বলে এবং বাড়ির মালিকের জিম্মায় শিশুটিকে তার মা ও বাবার কাছে হসতান্তর করলাম,এই কেমন মা বাবা,ছেলেকে রাত ৩ টা পযন্ত বাহিরে রেখে মা বাবা আরাম করে ঘুমায়, বাহিরে রেখে কিভাবে ওদের চোখে ঘুম আসে,সকল মা ও বাবার কাছে একটিই অনুরোধ আপানার সন্তানটি কোথায় যায়? কি করে?কার সাথে মিশে? দয়াকরে একটু খেয়াল করুন,শিশুদের আদর দিন. বুজিয়ে বলুন,,,সবসময় শাশন নয়,,,স্নেহ মমতা দিয়ে জরিয়ে রাখুন,

ফেইজবুক পেইজ থেকে সংগৃহীত

শুক্রবার, ৬ নভেম্বর২০২০ ইং

শেয়ার করুন

এই সম্পর্কিত আরো ......
Design Customized By Our Team