1. editor@mvoice24.com : Mahram Hossain : Mahram Hossain
  2. admin@mvoice24.com : admin :
আদেশ আসবে, যেতে হবে, ঠিকানা বদলাবে - MVOICE 24
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৮ অপরাহ্ন

আদেশ আসবে, যেতে হবে, ঠিকানা বদলাবে

ডেক্স নিউজ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ২২১ বার পড়া হয়েছে

Palash Kanti Nath

সরকারী চাকুরীতে বদলি খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আদেশ আসবে, যেতে হবে, ঠিকানা বদলাবে।
থেকে যাবে নানান স্মৃতি, যা অনেক সময় নিজেকে আবেগী করে তোলে। যার শুরু আছে তার শেষও আছে। বিদায় মানেই কষ্টের, আবার কষ্টের নয়; কখনো কখনো সমৃদ্ধ ভবিষ্যতের হাতছানি, অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ করার সুযোগ। তবুও মানুষ স্মৃতি আঁকড়ে ধরে রাখতে চায়!

পুলিশের চাকুরিতে চেষ্টা করেছি মানুষের উপকার করার, হয়তো কখনো পেরেছি, হয়তো পারিনি। যা সফলতা তা আমার সহকর্মীদের, ব্যর্থতার দায় আমারই। চাকুরীর স্বার্থে অনেকের সাথে হয়তো কঠিন হয়েছি কিন্তু যতটুকু মনে পড়ে ব্যক্তিস্বার্থে কখনো কারো সাথে খারাপ ব্যবহার করিনি। জানিনা কতটুকু দিতে পেরেছি আমার প্রিয় শহরের মানুষদের যার মধ্যে সেবা গ্রহণকারী, আমার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিচিত-অপরিচিত অনেকেই আছেন । তবে এটা নিশ্চিত করে বলতে পারি চেষ্টা করেছি সব সময় সাহায্য করার। নিজ জন্মস্থানের, নিজ শহরের মানুষের উপকারে নিজেকে জড়াতে পেরেই আমি আমাকে সৌভাগ্যবান মনে করি।

চাকরি ক্ষেত্রে সিএমপি’র বিভিন্ন ইউনিটের সিনিয়রদের যে ভালোবাসা, দিকনির্দেশনা এবং জুনিয়রদের যে সহযোগিতা, ভালোবাসা পেয়েছি তাতে আমি কৃতজ্ঞ।
সবাই আমার ও আমার পরিবারের সকলের জন্য আশীর্বাদ করবেন। প্রানের এই শহর আমার হৃদয়ে প্রতিনিয়ত ঝংকার উঠিয়ে জানিয়ে দিবে এই শহরকে, এই শহরের মানুষগুলোকে আমি মুহূর্তে মুহূর্তে মিস করছি। ভালো থাকুক আমার শহর, আমার শহরের মানুষগুলো। ভবিষ্যতে আবার তাদের সেবা দিতে পারার সুযোগ পাবো আশা রাখছি।

সময় এসেছে নতুন জায়গায় নতুন পরিবেশে নতুন করে আবার শুরু করার। প্রত্যাশা, সব সময় মানুষের উপকারে যেন আসতে পারি।

অতিরিক্ত পুলিশ সুপার, লক্ষ্মীপুর জেলা হিসেবে আজ যোগদান করলাম। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা, আমার উপর অর্পিত দায়িত্ব সফলভাবে যেন পালন করতে পারি।

পলাশ কান্তি নাথ এর ফেসবুক পেইজ থেকে সংগৃহীত

শেয়ার করুন

এই সম্পর্কিত আরো ......
Design Customized By Our Team