এমভয়েস ডেস্ক: চট্টগ্রামের লায়নিজমের অন্যতম বাতিঘর, প্রখ্যাত সমাজসেবক ও দানবীর লায়ন জাফরুল্লাহ চৌধুরী আর নেই।
আজ সকালে অসুস্থ হয়ে পড়লে তাঁকে মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সকাল ৮ টা ১০ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।
আজ (বুধবার) বেলা সাড়ে ১২ টায় জাকির হোসেন রোডস্থ লায়ন্স ফাউন্ডেশন প্রাঙ্গনে প্রথম নামাজে জানাজা শেষে মরহুম জাফরুল্লাহ চৌধুরীর লাশ সাতকানিয়ার বাজালিয়া গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে দ্বিতীয় দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
টিএএস/এএএম/এমএমএইচ/৮