এমভয়েস ডেস্ক: অপহরণের দীর্ঘ ছয় মাস পর মায়ের কোলে ফিরলো ৮ মাসের শিশু ফারহান। অপহরণের জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১ জুলাই) শিশুটিকে মায়ের কোলে ফিরিয়ে দেন পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেওয়া কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) বাবলু এমভয়েস টুয়েন্টিফোর ডটকমকে জানান, শিশু ফারহান বয়স তার ৮ মাস। গত ডিসেম্বর মাসে তাকে কোলে নিয়ে আদর করার ভান করে অপহরণ করে আসামী সুলতানা বেগম। অপহরণ করে নিয়ে যায় হবিগঞ্জ জেলার বাহুবল থানা এলাকায়। সেখানে শিশুটিকে তারা ৫ হাজার টাকায় বিক্রি করে দেয়।
টিম কোতোয়ালী তথ্য প্রযুক্তি ব্যবহার করে অপহরণ চক্রটির সদস্যদেরকে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় আটক করে এবং হবিগঞ্জ জেলার বাহুবল থানা এলাকা হতে ভিকটিম শিশু মোঃ ফারহান’কে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়।
টিএএস/এএএম/এমএমএইচ/৬