এমভয়েস ডেস্ক: চট্টগ্রামে আবুল খায়ের গ্রুপের একটি ডিলার পয়েন্ট থেকে ডাকাতি হওয়া ৩৩ লাখ টাকার পণ্য উদ্ধার ও আন্তঃজেলা ডাকাত দলের প্রধানসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার (৩১ মে) দুপুরে ডবলমুরিং থানায় চট্টগ্রাম মেট্রোপলিন পুলিশের উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) এর আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ডিসি আব্দুল ওয়ারিশ। এসময় ডাকাতি হওয়া ৯২ কার্টন সিগারেট ও ডাকাতির মাল বিক্রির নগদ ৬৮ হাজার টাকা উদ্ধার করা হয় বলেও জানান তিনি।
গ্রেফতারকৃতরা হলেন, ডাকাত দলের প্রধান নূর নবী, ডাকাতির মাল ক্রেতা শাহজাহান এবং এনায়েত উল্যাহ শান্ত।
উপ-পুলিশ কমিশনার আব্দুল ওয়ারিশ আরও জানান, এই চক্রটিতে ২০-২৫ জন সদস্য কাজ করে। তাদের দলনেতা হলো নূর নবী। তারা প্রথমে বিভিন্ন এলাকায় গিয়ে রেকি করে। পরে দারোয়ানকে বেঁধে সাথে নিয়ে আসা মিনি ট্রাকে ডাকাতির মালামাল নিয়ে সরে পড়ে। মাত্র ৯ মিনিটেই আবুল খায়ের গ্রুপের ৩৩ লাখ টাকার সিগারেট ডাকাতি করে এই চক্রটি। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় মাত্র ৪ দিনে চক্রটিকে ধরতে সমর্থ হয় নগর গোয়েন্দা বিভাগের একটি দলসহ ডবলমুরিং থানা পুলিশ।
তিনি আরও জানান, সিগারেট বিক্রি করতে সহজ বিধায় এই চক্রটি শুধু সিগারেট ডাকাতি করে। এর আগে বেশ কয়েকটি ডাকাতির ঘটনায় যুক্ত ছিলো এই চক্রটি। এর মধ্যে চট্টগ্রামের কামাল বাজারে রফিক স্টোরে ডাকাতি করে ৩২ লাখ টাকা মূল্যের ৭৩ কার্টন সিগারেট, সীতাকুণ্ডের ভাটিয়ারীতে আফজাল স্টোরে ২২ লাখ টাকা মূল্যের ৬৩ কার্টন সিগারেট ও নগদ দেড় লাখ টাকা, চাঁদপুরের কচুয়ায় সাইফুল স্টোরে ২২ কার্টন সিগারেট ও নগদ সাড়ে ৪ লাখ টাকা এবং কক্সবাজারের টেকনাফে ২২ লাখ টাকার সিগারেট লুট করে চক্রটি।এর আগে ডাকাতি করতে গিয়ে দু্ইজনকে হত্যাও করে এই চক্রের সদস্যরা।
এছাড়া চট্টগ্রামের পতেঙ্গা থানা এলাকায় আকিজ বিড়ির গোডাউন, চট্টগ্রামের রাউজান, লক্ষ্মীপুর, কুমিল্লা, কুড়িগ্রাম, সিলেট, সাভার, ঢাকা, মুন্সিগঞ্জসহ ১০টি জেলায় গত ৭ বছরে প্রায় ১০ কোটি টাকার সিগারেট ডাকাতি করেছে চক্রটি। এসব ডাকাতির ঘটনায় ২ জনকে খুনও করেছে তারা। এর মধ্যে চট্টগ্রামের পতেঙ্গা থানা এলাকায় একজন ও কুমিল্লাতে খুন করেছে একজনকে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় প্রথমে চট্টগ্রামের সীতাকুণ্ড থানা এলাকার বাড়বকুণ্ড থেকে নূর নবীকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী কুমিল্লা সদর থানার পশ্চিম বাগিচাগাঁও থেকে ডাকাতির সিগারেট কেনা মোহাম্মদ শাহজাহান ও তার ছেলে এনায়েত উল্লাহ শান্তকে গ্রেফতার করা হয় এবং সেখান থেকেই ডাকাতি হওয়া আবুল খায়ের গ্রুপের ৯২ কার্টন সিগারেট ও সিগারেট বিক্রির ৬৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, এর আগেও বেশ কয়েকটি ডাকাতি পণ্যের চালান কিনেছিলো মোহাম্মদ শাহজাহান ও তার ছেলে এনায়েত উল্লাহ শান্ত। মূলত কম দামে বেশি লাভ করার জন্য তারা এই চোরাই পন্য কিনে থাকে।
টিএএস/এএএম/এমএমএইচ/৮