1. editor@mvoice24.com : Mahram Hossain : Mahram Hossain
  2. admin@mvoice24.com : admin :
ঘূর্ণিঝড় ইয়াস আপডেট - MVOICE 24
বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪, ০৯:০২ পূর্বাহ্ন

ঘূর্ণিঝড় ইয়াস আপডেট

ডেক্স নিউজ
  • আপডেট সময় : বুধবার, ২৬ মে, ২০২১
  • ২২৫ বার পড়া হয়েছে

এমভয়েস ডেস্ক: ঘূর্ণিঝড় ইয়াস ইতিমধ্যে ভারতের উত্তর উড়িষ্যা ও দীঘা তৎসংলগ্ন উপকূল অতিক্রম শুরু করেছে, ক্যাটেগরি ১ ক্ষমতাসম্পন্ন ঘূর্ণিঝড় আকারে।

ঘন্টায় প্রায় ১৬০ কিলোমিটার বেগে আছড়ে পড়েছে। ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম শুরু করেছে, সুতরাং এটা আর বাংলাদেশে সরাসরি আঘাত করার সম্ভাবনা নেই।

তবে এর প্রভাবে দেশের উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, নোয়াখালী, ফেণী ভোলা জেলার উপরদিয়ে ঘন্টায় ৭০ থেকে ১০০ কিলোমিটার বেগে দমকা হাওয়া সহ মাঝারি ধরনের বর্ষন হতেপারে।
ঘূর্ণিঝড় টি পুরোপুরি অতিক্রম করতে আজ বিকেল হয়ে যাবে।

এদিকে আজ দুপুরে ও আজ গভীর রাতে দেশের উপকূলীয় জেলায় জোয়ারের পানি স্থানভেদে ৬ থেকে ১০ ফুট পর্যন্ত বৃদ্ধি পাবে।

আগামীকাল দেশের সার্বিক বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে।

ঘূর্ণিঝড় টি এখন মংলা সমুদ্র বন্দর থেকে ২৭৭ কিলোমিটার পশ্চিম পশ্চিম দক্ষিণে অবস্থান করছিলো।

সরকারি আবহাওয়া অধিদপ্তর দেশের সকল সমুদ্র বন্দরকে ৩ নাম্বার স্থানিক সতর্ক সংকেত এর আওতায় রেখেছে।

চট্টগ্রাম বিভাগে এর প্রভাব সবচেয়ে কম আছে, আর সবচেয়ে বেশি প্রভাব খুলনা বিভাগে।

টিএএস/এএএম/এমএমএইচ/৬

শেয়ার করুন

এই সম্পর্কিত আরো ......
Design Customized By Our Team