1. editor@mvoice24.com : Mahram Hossain : Mahram Hossain
  2. admin@mvoice24.com : admin :
এমইএস উচ্চ বিদ্যালয়ের ৬ তলা ভবনের নির্মাণ কাজ উদ্বোধন - MVOICE 24
সোমবার, ১৭ জুন ২০২৪, ০৭:২০ অপরাহ্ন

এমইএস উচ্চ বিদ্যালয়ের ৬ তলা ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

ডেক্স নিউজ
  • আপডেট সময় : সোমবার, ২৪ মে, ২০২১
  • ১৯৯ বার পড়া হয়েছে

এমভয়েস ডেস্ক: মুসলিম এডুকেশন সোসাইটি (এমইএস) উচ্চ বিদ্যালয়ের ৬ তলা বিশিষ্ট নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে এই ভবনের নির্মাণ কাজ বাস্তবায়িত হচ্ছে।

আজ সোমবার (২৪ মে) দুপুরে এ ৬ তলা ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মুসলিম এডুকেশন সোসাইটির সভাপতি আ.জ.ম নাছির উদ্দিন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, একটি শিক্ষিত সুন্দর মানবিক প্রজন্ম গঠনের প্রত্যয়ে নগরীর প্রাণকেন্দ্র আন্দরকিল্লা এলাকায় মুসলিম এডুকেশন সোসাইটি কর্তৃক এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল। কালের পরিক্রমায় অনেক মেধাবী, নেতৃতদানকারী মানুষ সৃষ্টি করেছে এই শিক্ষা প্রতিষ্ঠান। পরবর্তীতে সমাজ ও দেশ গঠনে তারা অনন্য অবদান রেখে গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমইএস উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও সোসাইটির সাধারণ সম্পাদক এ আর এম শামীম উদ্দীন, এমইএস স্কুলের প্রধান শিক্ষক নূর নাহার বেগম, এমইএস সোসাইটির সহসাধারন সম্পাদক মো. ওমর আলী ফয়সাল, কোষাধ্যক্ষ ইকবাল হাছান, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট শওকত, সদস্য তানভীর আহমেদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রাম জেলার সহকারী প্রকৌশলী আলো জ্যোতি চাকমা, উপ সহকারী প্রকৌশলী মো. দিলদার হোসেন, আবু তাহের, কাজী মো. একরামসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন এমইএস স্কুলের সহকারী শিক্ষক নজরুল ইসলাম।

টিএএস/এএএম/এমএমএইচ/২

শেয়ার করুন

এই সম্পর্কিত আরো ......
Design Customized By Our Team