1. editor@mvoice24.com : Mahram Hossain : Mahram Hossain
  2. admin@mvoice24.com : admin :
ঈদে বেড়াতে এসে নদীতে ডুবে শিশু নিখোঁজ - MVOICE 24
রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪, ০৩:১৫ অপরাহ্ন

ঈদে বেড়াতে এসে নদীতে ডুবে শিশু নিখোঁজ

ডেক্স নিউজ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ১৯৬ বার পড়া হয়েছে

এমভ‌য়েস ডেস্ক: রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীর মোহনায় ডুবে নিখোঁজ হয়েছে ইমাম হোসেন ওরফে আবির (৯) নামে এক শিশু।

আজ মঙ্গলবার (১৮ মে) বেলা সাড়ে ১২টার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাঙ্গালী শাহ মাজার সংলগ্ন এলাকায় কর্নফুলী নদীতে এ নিখোঁজের ঘটনা ঘটে।

নিখোঁজ শিশু আবির উপজেলার পোমরা ইউনিয়নের মোতোয়াল্লী পাড়ার সৈয়দুর রহমানের ছেলে।

নিখোঁজ শিশুর স্বজনরা জানান, আবির (সোমবার) মায়ের সাথে মামার বাড়িতে বেড়াতে আসছিল। দুপুরে আবিরসহ কয়েকজন শিশু কর্নফুলী নদীতে গোসল করতে নামে। এসময় অন্যরা গোসল করে নদী থেকে উঠতে পারলেও আবির পানির স্রোতে তলিয়ে যায়।

জানতে চাইলে ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া ষ্টেশনের ফায়ারম্যান মো. মেনন বলেন, নদীতে শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর চট্টগ্রামের ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। পর তাঁরা এসে শিশুটিকে উদ্ধারে দীর্ঘ সময় চেষ্টা চালানোর পরও সন্ধান না পাওয়ায় অবশেষে ফেরত এসেছেন।

টিএএস/এএএম/৯

শেয়ার করুন

এই সম্পর্কিত আরো ......
Design Customized By Our Team