এমভয়েস: জাতীয় শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় একহাজার দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
১০ মে, সোমবার বিকাল ৩ টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত নগরীর দারুল ফজল মার্কেট, ওয়াসার মোড়, টাইগারপাস, লালখান বাজার, জিইসি, ২নং গেইট ও পলিটেনিক্যাল মোড় এলাকায় এ খাবার বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রিয় কমিটির ক্রাফট ফেডারেশন বিষয়ক সম্পাদক ও জাতীয় শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি বখতেয়ার উদ্দিন খাঁন।খাবার বিতরণ পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, সর্বকালের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনার নির্দেশে জাতীয় শ্রমিকলীগ সবসময় মানুষের পাশে থাকে। করোনাকালীন সময়ে বিভিন্ন ভাবে সমাজের নিম্নবিত্ত ও অসহার মানুষের পাশে দাড়িয়েছে। পুরো রমজান জুড়ে নগরীর বিভিন্ন এলাকায় ত্রাণ ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগরের সহসভাপতি নুরুল আলম, সিবিএ শ্রমিকলীগ পদ্মা অয়েল এর সাধারণ সম্পাদক মো. জাফর আলম, জাতীয় শ্রমিকলীগ খুলশী থানা সাধারণ সম্পাদক মো. রাশেদুল ইসলাম টিটু, সিনিয়র সহ-সভাপতি মো. কবির হোসেন, সহসভাপতি শাহিনুর রহমান, অর্থ সম্পাদক মো. আল আমিন, ডাবলমুরিং থানা সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম, কোতোয়ালী থানা সভাপতি প্রবীন কুমার ঘোষ, হর্কাস শ্রেমিকলীগের সভাপতি মো. আজগর আলী, বায়েজিদ থানা শ্রমিকলীগের সভাপতি দিদারুল ইসলাম, সিনিয়র সহসভাপতি নুর ইয়াছিন, চকবাজার থানা শ্রমিকলীগের সভাপতি দেবাশীষ চৌধুরী দেবু, সাধারণ সম্পাদক বিপ্লব দে, ২৭ নং ওয়ার্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ১৯ নং ওয়ার্ড শ্রমিকলীগ নেতা মিজানুর রহমান ও মোবারক আলী প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি/টিএএস/এএএম/