এমভয়েস ডেস্ক,নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মালবাহী কার্গোর ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চটিতে আরো ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬ জনে। তাৎক্ষণিকভাবে নিহত ২৬ জনের নাম-পরিচয় জানা যায়নি।
সোমবার (৫ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার করা হয়। এরপরই লঞ্চটির ভেতর থেকে মরদেহ বের করতে শুরু করেন উদ্ধারকারীরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন প্রচণ্ড বাতাস ও বৃষ্টির কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে জানান। তবে আমাদের উদ্ধার কার্যক্রম চলছে।
গতকাল সন্ধ্যা ৬টার পর লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের দিকে রওয়ানা দেয়। একটি কার্গোর সঙ্গে ধাক্কা লেগে লঞ্চটি ডুবে যায়।
আআম/তাআম/৭