1. editor@mvoice24.com : Mahram Hossain : Mahram Hossain
  2. admin@mvoice24.com : admin :
আওলাদে মাইজভান্ডারী শাহ্সূফী মওলানা সৈয়দ নিজাম উদ্দিন আহমদ আল-মাইজভাণ্ডারী ইন্তেকাল - MVOICE 24
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৬ অপরাহ্ন

আওলাদে মাইজভান্ডারী শাহ্সূফী মওলানা সৈয়দ নিজাম উদ্দিন আহমদ আল-মাইজভাণ্ডারী ইন্তেকাল

ডেক্স নিউজ
  • আপডেট সময় : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৯৬৬ বার পড়া হয়েছে
আওলাদে মাইজভান্ডারি সৈয়দ নিজাম উদ্দীন আহমদ

এমভয়েস ডেস্ক: আওলাদে রাসূল (স.), গাউছুল আযম হযরত বাবা ভাণ্ডারী (ক.) এর দ্বিতীয় শাহজাদা, গাউছে যমান হযরত মওলানা শাহসূফী সৈয়দ আবুল বশর (ক.) এর মেজো শাহজাদা, গাউছুল ওয়ারা হযরত সৈয়দ মঈনুদ্দিন আহমদ মাইজভান্ডারি (ক.) বাবাজানের বড় ভাই হযরত শাহসূফী সৈয়দ নিজাম উদ্দীন আহমদ আল হাসানী আল মাইজভাণ্ডারী (ক.) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল মঙ্গলবার বাদ আছর ইন্তেকাল করেন। আজ বুধবার বাদ আছর মাইজভাণ্ডার দরবার শরীফ শাহী ময়দানে জানাযা নামাজ অনুষ্ঠিত হবে।

এদিকে মহান আওলাদে ওলীর ইন্তেকালে বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। এদের মধ্য আঞ্জুমানে ওয়াসেল গাউছে মাইজভান্ডারীর পক্ষে হযরত শাহসুফি সৈয়দ মফিজ উদ্দিন আল মাইজভান্ডারী, পক্ষেচট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্য, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় জহির ভান্ডারের সাজ্জাদানশীন পীরজাদা মোঃ মহরম হোসাইন মাইজভান্ডারী এই মহান অলিয়ে কামালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

এছাড়া ছাড়া ব্রাহ্মণবাড়িয়া কাইতলা খানকায়ে আবুল উলাইয়া বারগাহে সোহায়লিয়া, আহলে সুন্নাত ওয়াল জামা’আত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, মানবিক সংগঠন মুসাফির, অনলাইন নিউজ পোর্টাল এমভয়েস টোয়েন্টিফোর ডটকম পরিবার গভীরভাবে শোক প্রকাশ করেছেন।

আআম/তাআম/৮

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরো ......
Design Customized By Our Team