এমভয়েস ডেস্ক: চট্টগ্রামে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মো. সামাদ নামে ১ বছর ৬ মাস বয়সী এক শিশু মারা গেছে।
মঙ্গলবার (৩০মার্চ) দুপুরে রাউজান উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের আধারমানিক গ্রামের রওশন তালুকদার বাড়িতে হৃদয়বিদারক এই ঘটনা ঘটে।
স্বজনেরা জানান, দুপুরে বাড়ির আঙিনায় খেলা করছিল সামাদ। অনেকক্ষণ শিশু সামাদকে বাড়ির আঙিনায় দেখতে না পেয়ে খোজাখুঁজি করলে পুকুরে তার নিথর দেহ ভাসতে দেখা যায়। পরে তাকে পুকুর থেকে উদ্ধার করে নোয়াপাড়া পথেরহাটস্থ পাইওনিয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শিশু সামাদ ওই এলাকার আলাউদ্দিনের ছেলে।
পূর্বগুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ বলেন, আমার এলাকার ৫নং ওয়ার্ডে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। খেলতে খেলতে পুকুরে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে জানান তিনি।
আআম/তাআম/৮