এমভয়েস ডেস্ক: হযরত শাহসুফি সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারী অন্যতম খলিফা হযরত শাহ সুফি মো. জহিরুল হক মাইজভান্ডারী ২১ তম বার্ষিক ওরস সম্পন্ন হয়েছে।
গত ২৮ মার্চ রোববার ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানার কাইতলা ‘আস্তানায়ে জহির ভান্ডারে’ পীরজাদা সাংবাদিক মোহাম্মদ মহরম হোসাইন মাইজভান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল খতমে কোরআন, খতমে খাজেগান, গজল, নাতে রাসুল(সা.), আস্তানায় পুষ্পমাল্য অর্পণমিলাদ-মাহফিল, ধর্মীয় আলোচনা ও সেমা মাহফিল এবং তবারক বিতরণ।
আআম/তাআম