এমভয়েস ডেস্ক: মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীী উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৭ মার্চ শনিবার বিকেল ৪টায় বঙ্গবন্ধু ল’ টেম্পল মিলনায়তনে সংগঠনের আহবায়ক এডভোকেট এ.এইচ.এম জিয়া উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য মোঃ নুরুল কবিরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহবায়ক কে.বি.এম শাহজাহান, সদস্য সাদেক হোসেন পাপ্পু, মোঃ আনোয়ারুল ইসলাম বাপ্পি প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শোষণ ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সংগ্রা করে গেছেন। জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি জাতি আজ মাথা উঁচু করে বাঁচতে শিখেছে। কীভাবে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি প্রধানমন্ত্রী সেই পথ আমাদের দেখাচ্ছেন। সেই স্বপ্ন বাস্তবায়নে দেশের সকল খাতে উন্নতি হচ্ছে। শুধু ভৌগলিক স্বাধীনতা নয়, আমরা চাই অর্থনৈতিক মুক্তি, চাই নৈতিকতা সমৃদ্ধ মানবিক মানুষ।
আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন সফল করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা।
আআম/তাআম/৬