1. editor@mvoice24.com : Mahram Hossain : Mahram Hossain
  2. admin@mvoice24.com : admin :
জীবন যুদ্ধে হেরে গেল রিফাত - MVOICE 24
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৪ অপরাহ্ন

জীবন যুদ্ধে হেরে গেল রিফাত

মুহাম্মদ মহরম হোসাইন
  • আপডেট সময় : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ২৮২ বার পড়া হয়েছে

এমভয়েস ডেস্ক: চট্টগ্রামের রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া আরিফুল ইসলাম রিফাত (১৫) পাঁচদিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে ইন্তেকাল করেছে।

গতকাল শুক্রবার (১৯ মার্চ) রাত ১১টায় ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে মৃত্যুবরণ করেন। নিহত রিফাত ১৪ ই মার্চ রোববার সকালে টিনের চালের সাথে আটকে যাওয়া ক্রিকেট বল নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, রিফাতসহ তার বন্ধুরা গত ১৪ মার্চ রোববার সকালে বাড়ির পাশ্বস্থ মাঠে ক্রিকেট খেলে। খেলার এক পর্যায়ে ক্রিকেট বল মাঠের পশ্চিমে থাকা মিয়া কলোনির টিনের চালে আটকে যায়। এসময় রিফাত টিনের চালে আটকে যাওয়া বল নিতে গেলে টিনের ঠিক উপরে থাকা ৩ টি কারেন্ট তারের (১১ হাজার ভোল্টেজ) একটিতে বিদ্যুতায়িত হয়। মুহুর্তেই রিফাতের পুরো শরীর ঝলসে যায়। অজ্ঞান হয়ে টিনের চালে কাতরাতে থাকে রিফাত।

এসময় তার সঙ্গীরা কোন রকমে টিনের চাল থেকে নামিয়ে উপজেলার গহিরাস্থ জে’কে হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রিফাতকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যেতে বলেন। দ্রুত তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনদিন সেখানে ভর্তি থাকার পর তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন ডাক্তারের সকল চেষ্টা ব্যর্থ করে অবশেষে শুক্রবার রাত ১১ টায় সে মারা যায়।

নিহত রিফাত রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছিটিয়াপাড়া এলাকার দিনমজুর মো. ইউনুসের ছেলে। পরিবারের দুই ভাই, দুই বোনের মধ্যে সবার বড়। পরিবারের আর্থিক অস্বচ্ছতার কারণে দ্বিতীয় শেণীতেই শেষ হয় তার পড়াশোনা।

আআম/তানিম/৩

শেয়ার করুন

এই সম্পর্কিত আরো ......
Design Customized By Our Team