1. editor@mvoice24.com : Mahram Hossain : Mahram Hossain
  2. admin@mvoice24.com : admin :
চিত্রনায়ক শাহীন আলম আর নেই - MVOICE 24
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৪ অপরাহ্ন

চিত্রনায়ক শাহীন আলম আর নেই

ডেক্স নিউজ
  • আপডেট সময় : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৩১৮ বার পড়া হয়েছে

এমভয়েস বিনোদন ডেস্ক: এক সময়ের ব্যস্ত জনপ্রিয় চিত্রনায়ক শাহীন আলম আর নেই। কিডনিজনিত জটিলতায় তিনি সোমবার রাত ১০টা ৫ মিনিটে তিনি মারা যান। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন  শাহীন আলমের ছেলে ফাহিম নূরে আলম।

এর আগে গত সপ্তাহে তাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। ৬ মার্চ থেকে লাইফ সাপোর্টে ছিলেন অভিনেতা শাহীন আলম।

শাহীন আলমের ছেলে ফাহিম নূর আলম গণমাধ্যমকে বলেন, ‘আগে থেকে বাবা কিডনির সমস্যায় ভুগছিলেন। গত সোমবার তার জ্বর আসে। আর শনিবার তাকে হাসপাতালে নেওয়া হয়।

১৯৮৬ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান শাহীন আলম। তার অভিনীত প্রথম সিনেমা ‘মায়ের কান্না’ ১৯৯১ সালে মুক্তি পায়। এর পরে আরো অনেক সিনেমায় অভিনয় করেন তিনি।

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- ঘাটের মাঝি, এক পলকে, গরিবের সংসার, তেজী, চাঁদাবাজ, প্রেম প্রতিশোধ, টাইগার, রাগ-অনুরাগ, দাগী সন্তান, বাঘা-বাঘিনী, আলিফ লায়লা, স্বপ্নের নায়ক, আঞ্জুমান, অজানা শত্রু, দেশদ্রোহী, প্রেম দিওয়ানা, আমার মা, পাগলা বাবুল, শক্তির লড়াই, দলপতি, পাপী সন্তান, ঢাকাইয়া মাস্তান, বিগবস, বাবা ও বাঘের বাচ্চা

আআম/এমএমএইচ/২

শেয়ার করুন

এই সম্পর্কিত আরো ......
Design Customized By Our Team